চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত সোমবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ কুলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইউপিডিএফ সদস্যের নাম- সুজন বড়ুয়া ওরফে সাইমন (২৯)৷ তিনি খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার সাঁওতালপাড়া এলাকার মৃত অশোক বড়ুয়ার ছেলে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় গত ১৮ মে এই ইউপিডিএফ সদস্যের বিরুদ্ধে একটি মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাতে নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খাগড়াছড়ির লক্ষীছড়ি থানায় চুরি এবং নাশকতা সংক্রান্ত দুটি মামলার তথ্য পাওয়া গেছে।’
র্যাব জানিয়েছে, গ্রেফতার সুজন বড়ুয়া পাহাড়ি সংগঠন ইউপিডিএফের সক্রিয় সশস্ত্র সদস্য। আমাদের কাছে তথ্য ছিল সুজন বড়ুয়া চট্টগ্রামের বায়েজিদে অবস্থান করছেন। দুইদিন আগে তিনি চট্টগ্রাম এসেছেন। এই তথ্যের ভিত্তিতে আমরা বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। তার কাছে ইউনিফর্ম পড়া অবস্থায় অস্ত্রসহ ছবি পেয়েছি। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে। সুজনের বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানায় চুরি এবং নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে।
সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইউপিডিএফের পোশাক (ইউনিফর্ম) উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ১৮ মে বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা মামলায় সুজন বড়ুয়ার নাম রয়েছে।
৩০ জুন, ২০২৫
চট্টগ্রাম নগরের জামালখান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক শিবু দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হলেও বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করা হয় রোববার (২৯ জুন)।কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ২০২৪ সালের জুলাই-...
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
২৯ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
চট্টগ্রাম নগরের জামালখান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক শিবু দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হলেও বিষয়টি গণমাধ্যমে প্র...