চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ড এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কৃষি ফার্ম রোডের দক্ষিণ পাশে অবস্থিত পুকুরে স্থানীয় বাসিন্দারা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে হাটহাজারী মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, লাশটি পুকুরে পড়ে থাকতে থাকতে স্ফীত হয়ে উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, “আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছি। এখনো তার কোনো পরিচয় মেলেনি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে এবং পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।”