মীর মুগ্ধ হত্যা মামলার আসামী গ্রেফতার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২/৬/২০২৫, ৭:৫৫:৪৮ AM

মীর মুগ্ধ হত্যা মামলার আসামী গ্রেফতার

ঢাকা-১৮ আসনের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেতা খসরু চৌধুরীর ছোট ভাই রফিকুল ইসলাম অশ্রু গতরাতে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার হয়েছে। উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে উত্তরায় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে সরাসরি তিনি ছাত্র জনতাকে গুলি করেছেন। এতে অনেকের মৃত্যু হয়।
মীর মুগ্ধ হত্যা মামলাসহ উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, দক্ষিনখানে একাধিক হত্যা মামলার আসামী তিনি।

মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন বিইউপি‘র শিক্ষার্থী। ১৮ জুলাই উত্তরার আজমপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।

বর্তমানে সে ভাড়াটিয়া কিলার নিয়োগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে হত্যার ছক করছিল। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অশ্রুকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী কয়েকদিন যাবত জোর তৎপরতা চালিয়ে আসছিল।

ক্যাটাগরি:
কভার নিউজজাতীয়

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

খালেদা জিয়া রাষ্ট্রপতি?

খালেদা জিয়া রাষ্ট্রপতি?

১ জুলাই, ২০২৫

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে। তবে এখনো রাষ্ট্রপতির পদে বহাল আছেন তার আমলে নিয়োগপ্রাপ্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু। এই প্রেক্ষাপটে বর্তমান রাষ্ট্রপতি পরিবর্তন ও নতুন নেতৃত্ব নিয়ে সরব হয়েছেন জনপ্র...