চট্টগ্রাম নগরের জামালখান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক শিবু দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হলেও বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করা হয় রোববার (২৯ জুন)।
কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় শিবু দাশগুপ্ত নেতৃত্ব দেন একাধিক ঝটিকা মিছিলে। তিনি লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সহিংসতায় অংশ নেন এবং সাধারণ মানুষ, দোকানদার ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেন। আন্দোলনের সময় ওই এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং রাস্তায় চলাচলকারী মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য সরে যেতে বাধ্য হন।
ওই ঘটনায় কোতোয়ালী থানায় শিবু দাশগুপ্তের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে বৃহস্পতিবার বিশেষ অভিযানে তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে চলমান মামলাগুলো তদন্তাধীন রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।