চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরবাসীর নিরাপদ ও স্বস্তিকর চলাচল নিশ্চিত করতে নগরীর ১০টি ওয়ার্ডের ৩১ দশমিক ৬৩ কিলোমিটার সড়কে ১ হাজার ২৬৫টি স্মার্ট এলইডি বাতি স্থাপন প্রকল্পের কাজ শুরু করেছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮ কোটি ৭৬ লাখ টাকা।
রোববার (২৯ জুন) ৮ নম্বর শোলকবহর ওয়ার্ডের আবদুল হামিদ সড়কে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, “নগরবাসীর নিরাপদ ও স্বস্তিকর চলাচলের জন্য অন্ধকারমুক্ত নগর গড়ে তোলা আমাদের অঙ্গীকার। এই আলোকায়ন প্রকল্প তারই অংশ। আধুনিক প্রযুক্তির স্মার্ট এলইডি বাতি শুধু নগরের নিরাপত্তাই নয়, সৌন্দর্যবর্ধনেও ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, “এই বাতিগুলো ক্লাউড সার্ভারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণযোগ্য। এর মাধ্যমে বাতি চালু বা বন্ধ, ত্রুটি শনাক্ত এবং রক্ষণাবেক্ষণ কাজ সহজে ও দ্রুত করা যাবে। স্মার্ট নগর গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।”
প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘বিদ্যুৎবাতি উন্নয়ন কার্যক্রম (অঞ্চল-১, ধাপ-১)’ এবং ‘বিদ্যুৎবাতি উন্নয়ন কার্যক্রম (অঞ্চল-৫, ধাপ-১)’ শীর্ষক দুটি উপ-প্রকল্পের আওতায়।
চসিক সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নির্দিষ্ট ১০টি ওয়ার্ডে রাতের বেলায় সড়ক পরিবেশ আরও নিরাপদ ও আলোকিত হবে। প্রকল্পটি আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।