জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৮/৫/২০২৫, ৭:২২:২১ AM

জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন। বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে তাকে বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট জাপানের রাজধানী টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


ফ্লাইটটি বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় এবং হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে। সেখানে অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান হংকংয়ের শ্রমমন্ত্রী ক্রিস সান।

জাপান সফরে অধ্যাপক ইউনূস টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সফরে বাংলাদেশের আরও বেশি জনশক্তি জাপানে রপ্তানির বিষয়টি গুরুত্ব পাবে। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এক লাখ বাংলাদেশিকে দেশটিতে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার।

এছাড়াও, সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে জাপানি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত সেমিনার। সেখানে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ, সরকারি সুবিধা ও যৌথ অর্থনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করবেন অধ্যাপক ইউনূস। উক্ত সেমিনারে অংশ নেবেন জাপানের অন্তত তিন শতাধিক শিল্প ও বিনিয়োগ প্রতিষ্ঠান।

প্রধান উপদেষ্টা আগামী ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে। এই সফরকে বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়নের এক সম্ভাবনাময় মোড় হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

ক্যাটাগরি:
কভার নিউজজাতীয়

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

খালেদা জিয়া রাষ্ট্রপতি?

খালেদা জিয়া রাষ্ট্রপতি?

১ জুলাই, ২০২৫

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে। তবে এখনো রাষ্ট্রপতির পদে বহাল আছেন তার আমলে নিয়োগপ্রাপ্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু। এই প্রেক্ষাপটে বর্তমান রাষ্ট্রপতি পরিবর্তন ও নতুন নেতৃত্ব নিয়ে সরব হয়েছেন জনপ্র...