চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) আয়োজিত দুইদিনব্যাপী ইংরেজি বিতর্ক উৎসব ‘সিইউ ডিবেট ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে ২৪ ও ২৫ জানুয়ারি। প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে চার পর্বের বিতর্ক প্রতিযোগিতা হয়, আর দ্বিতীয় দিন জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হয়।
চূড়ান্ত পর্বে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) চ্যাম্পিয়ন হয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিজনেস ডিবেটিং অ্যাসোসিয়েশন রানার্সআপ হয়। বিইউপির আহনাফ কামরান তক্কি সেরা বিতার্কিক নির্বাচিত হন। প্রতিযোগিতায় চট্টগ্রাম ও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ২০টি দল অংশ নেয় এবং অর্ধশতাধিক শিক্ষার্থী বিতর্কে যুক্ত হন। বিচারকার্য পরিচালনায় ছিলেন দেশের স্বনামধন্য ও আমন্ত্রিত বিচারকমণ্ডলী।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউডিএসের মডারেটর ও চবির আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক এ বি এম আবু নোমান, মেটলাইফের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিইউডিএসের সাবেক সভাপতি মো. আব্দুস সামাদ হিমেল, রোহিঙ্গা রেসপন্স ও কাউন্টার ট্রাফিকিং প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আব্দুস সবুর, সিইউডিএসের সাবেক সভাপতি, সহ-সভাপতি এবং অন্যান্য সদস্যরা। এছাড়া, সিইউডিএসের বর্তমান সভাপতি ও সিইউ ডিবেট ফেস্ট ২০২৫-এর আহ্বায়ক মারজুক ই ইলাহি, সহ-আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রিটিশ পার্লামেন্টারি (BP) ফরম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতা প্রসঙ্গে আয়োজক মারজুক ই ইলাহি বলেন, “সিইউডিএস গত ২৮ বছর ধরে যুক্তিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে আসছে। বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে আমরা এই লক্ষ্য বাস্তবায়ন করছি।” অনুষ্ঠানে অতিথিরা সমসাময়িক বাস্তবতায় বিতর্কের ভবিষ্যৎ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিইউডিএসের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
উৎসবের পৃষ্ঠপোষক হিসেবে ছিল বার্জার পেইন্টস ও ইপসা, স্ন্যাকস পার্টনার কুড়মুড়ে, বেভারেজ পার্টনার স্টারশিপ ম্যাংগো, কফি পার্টনার নেসকাফে, ডিজিটাল পার্টনার ব্রেইনিজেট, এবং স্ট্র্যাটেজিক পার্টনার এমবিএ অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি অব চট্টগ্রাম (এমএইউসি)।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) যুক্তিতর্ক চর্চার পরিবেশ তৈরি ও বিতার্কিক গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে কাজ করছে। ‘সিইউ ডিবেট ফেস্ট’ তারই ধারাবাহিকতা, যা তরুণ সমাজের মধ্যে চিন্তাচেতনার জাগরণ ঘটাতে ভূমিকা রাখছে।
১ জুলাই, ২০২৫
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে। তবে এখনো রাষ্ট্রপতির পদে বহাল আছেন তার আমলে নিয়োগপ্রাপ্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু। এই প্রেক্ষাপটে বর্তমান রাষ্ট্রপতি পরিবর্তন ও নতুন নেতৃত্ব নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার, লেখক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য।সোমবার (৩০ জুন) সন্ধ্যায় “চুপ্পু আউট: কে হচ্...
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
৩০ জুন, ২০২৫
১ জুলাই, ২০২৫
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে। তবে এখনো রাষ্ট্রপতির পদে বহাল আছেন তার আমলে নিয়োগপ্রাপ্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু। এই প্রেক্ষাপটে বর্তমান রাষ্ট্রপতি পরিবর্তন ও নতুন নেতৃত্ব নিয়ে সরব হয়েছেন জনপ্র...