দশটাকা দিয়ে এক প্যাকেট চিপস কিনলেন। বেশ মচমচে চিপসগুলো খুব আরাম করে উপভোগ করলেন। শেষ হতেই পাশের ড্রেনে ফেলে দিলেন সেই প্লাস্টিকের চিপসের ব্যাগ!!!
বাজার থেকে প্রানপ্রিয় বাচ্চার জন্য কিনে আনলেন সুদৃশ্য প্লাস্টিকের খেলনা, সন্তান মহাখুশী! তাঁর আনন্দের সীমা নেই। একদিন হঠাৎ সেই খেলনা বিকল হয়ে গেলো। সন্তানের ও আগ্রহ কমে গেলো। আপনি বাড়ির গৃহকর্মীকে বললেন, নীচে নালার পাশে ফেলে রেখে আসতে!!!
মিমি সুপার মার্কেটের শীতাতপ নিয়ন্ত্রিত শাড়ির দোকান থেকে প্রিয়তমার জন্য কিনলেন দারুন একটা শাড়ি!! যেমন দেখতে, তেমনি তার কোয়ালিটি। আর শাড়ির প্যাকেটের কথা কি বলবো।মনে হয় ইউরোপ-আমেরিকার ব্র্যান্ডের দোকানের প্যাকেটকেও হার মানাবে!
মুগ্ধতা প্রিয়তমার চোখে, আর আপনি তো মহাখুশী!! এতোদিনে মন জয় করতে পারলেন। “ খেলা হবে” টাইপ ভাব নিয়ে বাড়ি ফিরলেন। নিয়তির অপতৎপরতায় বাসার গেট দিয়ে ঢোকার সময় সেই প্যাকেট আটকে গেলো লোহার গেটের ধারালো অংশে। বাংলা সিনেমার ভিলেন এবং অবলা নায়িকার ধস্তাধস্তির দৃশ্যের অবতারনা হলো। পরিনাম- প্যাকেটের ত্রাহি মধুসুদন অবস্হা। ভাগ্যিস শাড়ির কোন ক্ষয়ক্ষতি হয়নি!! শাড়ির কিছু হলে আজকে সত্যিই “খেলা হতো”। এই যাত্রায় বাঁচোয়া। শাড়িটিকে পরম মমতায় বুকে জড়িয়ে উপরে উঠার আগে নচ্ছার প্লাস্টিক ব্যাগটিকে অতি রাগান্বিতভাবে ছুঁড়ে ফেলে দিলেন জরাজীর্ণ নালাটিতে।
বানালেন সুরম্য অট্টালিকা, সকলে ধন্য ধন্য করতে লাগলো। দুরদুরান্তের লোকজন দেখতে আসলো প্রাসাদসম, দৃষ্টিনন্দন আপনার গৃহখানি, কিন্তু হায় একি, পানি এবং বর্জ্য নিস্কাশনের জন্য মাত্র ছয় ইন্চির নালা, সেটা ও আবার অগভীর!!! মনে হয় যে কেউ জরুরী অবস্হার কারনে “মুত্র বিসর্জন” করলে ও তা প্রবাহিত হতে বেশ কিছু সময় লেগে যাবে।
এলো বর্ষা, এলো বৃষ্টি! আকাশের মেঘগুলো বৃষ্টি হয়ে চলে এলো আমাদের ভূমিতে, যেখানে আমরা চিপস খাই, বাচ্চাদের জন্য খেলনা কিনি, প্রিয়তমার জন্য শাড়ি কিনি, ছয় ইন্চি সাইজের মিনিপ্যাক নালা নির্মাণ করি।
আকাশের জল তো আর প্লাস্টিক চেনে না। জলের গতিকে রোধ করে আমাদের অসচেতনতা, আমাদের বেপরোয়া কাজের লম্বা লিস্ট।
সিডিএ, চসিক, সেনাবাহিনী সবাই চেষ্টা করে যাচ্ছে এই সমস্যার সমাধানের জন্য। কোন সন্দেহ নেই সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের মধ্যে ব্যাপক সমন্বয়হীনতা ও রয়েছে। কিন্তু একবার বুকে হাত দিয়ে বলুনতো আপনি আপনার তরফে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন কিনা?
যতক্ষণ নিজের দায়িত্বশীলতার পরিচয় দিতে না পারবেন ততোদিন, অন্যদের যতোই দোষ দিন না কেনো, কার্য্যত কোন ফল লাভ করবেন না।
সোশ্যাল মিডিয়ায় ছবি পোষ্ট করে কিংবা রাগের ইমোজির রিআ্যকশনে মনের ঝাল মেটাবেন।
মাননীয় চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, মাননীয় সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ-আপনাদের উচিত জনগনের সামনে এসে জলাবদ্ধতা নিরসনের সত্যিকার কোন পদক্ষেপ নিতে না পারার জন্য সুষ্পষ্ট ব্যাখ্যা দেয়া এবং প্রয়োজনে জনসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করা।
(সংবিধিবদ্ধ সতর্কীকরণ-কোন কোন প্লাস্টিক ১০০০ বছর পর্য্যন্ত টিকে থাকে।
জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।
( চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের সাবেক ভিপি , নিউইয়র্ক প্রবাসী সাবেক ছাত্রনেতা কামাল হোসেন মিঠু’র ফেইসবুক পেইজ থেকে সংগ্রহীত )
২৮ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ–পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সদরঘাট থানার গ্যাস সিঁড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নৌ–পুলিশ জানায়, মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের গায়ে ফুলহাতা শার্ট ও মাটি রঙের গ...
২৮ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ–পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সদরঘাট থানার গ্যাস সিঁড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নৌ–পুলিশ জানায়, মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ ...