চট্টগ্রাম নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৭। অভিযানে চারজন পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার (২৮ জুন) র্যাব-৭-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শুক্রবার রাতে নগরীর কালুরঘাট ব্রিজ এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—মো. ফারুক (৪৭), জায়েদা বেগম (৪০), ইকবাল হোসেন (৪৩) এবং প্রদীপ মল্লিক (৪৬)। তারা পটিয়ার দিকে বিপুল পরিমাণ মাদক পরিবহন করছিলেন বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৭ সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কালুরঘাট এলাকায় মাদকবাহী যানবাহন তল্লাশির জন্য চেকপোস্ট বসানো হয়। এক পর্যায়ে একটি সিএনজি অটোরিকশা ও একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে গাড়ি দুটি থামিয়ে চারজনকে আটক করে।
পরবর্তীতে তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা গাঁজা বহনের কথা স্বীকার করেন। সিএনজির পিছনের আসন এবং প্রাইভেটকারের ব্যাকডালার ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি বস্তা থেকে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।