চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. সবুজ ওরফে বার্মা সবুজকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) দিবাগত রাতে নগরীর হিলভিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বায়েজিদ থানার একটি টিম। এ সময় তার দুই সহযোগী সুমন খান (৩৮) ও মো. জনি (৩১)-কেও আটক করা হয়।
পুলিশ জানায়, বার্মা সবুজের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জমি দখল এবং অস্ত্র আইনে প্রায় ৩৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে বায়েজিদ, পাঁচলাইশ, খুলশীসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল। নির্মাণাধীন ভবন থেকে চাঁদা আদায়, জমি দখল এবং রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় আধিপত্য বিস্তার করাই ছিল তার নেতৃত্বাধীন চক্রের মূল কর্মকাণ্ড।
গত ২৭ জুন রাতে বার্মা সবুজের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র বায়েজিদ এলাকায় মো. ইউসুফ নামে এক ব্যক্তির বাসায় হামলা চালায়। হামলার সময় তারা অগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনার পরপরই ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে বার্মা সবুজ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে।
বার্মা সবুজ এর আগেও ২০২৩ সালের ২৫ নভেম্বর হাটহাজারীর কুয়াইশ এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন। সে সময় কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
বার্মা সবুজের পরিবারের অপর চার ভাইও অপরাধ জগতে সক্রিয়। বড় ভাই সামশু ওরফে বার্মা সামশুর নামে রয়েছে ১২টি মামলা, সাইফুলের নামে ২০টি মামলা এবং ফাহিমের নামে একটি মামলা রয়েছে। সবচেয়ে ছোট ভাই শাহিনের নামে এখনো কোনো মামলা না থাকলেও সে বড় ভাইদের সঙ্গে চলাফেরা করে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বার্মা সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”