কক্সবাজারের উখিয়ায় র্যাব পরিচয়ে অপহরণ চক্র পরিচালনার অভিযোগে চক্রের প্রধান সিকদার ওরফে বলি (৪৫)–কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় টেকনাফ ক্যাম্পের সিপিসি-২ এর একটি বিশেষ দল উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
শনিবার (২৮ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক। তিনি জানান, গ্রেপ্তারকৃত সিকদার উখিয়ার পালংখালী এলাকার মোহাম্মদ আবুর ছেলে।
গত ১১ জুন রাতে রোহিঙ্গা ক্যাম্প-১৫–এর বাসিন্দা মো. হাফিজ উল্লাহকে র্যাব পরিচয়ে অস্ত্রধারী তিন অপহরণকারী ঘর থেকে তুলে নিয়ে যায়। তারা হলেন—বরখাস্ত সৈনিক সুমন, সন্ত্রাসী রাকিব ও সিকদার ওরফে বলি। অপহরণের পর ভিকটিমকে টেকনাফের রঙ্গিখালীর গভীর পাহাড়ে আটকে রেখে তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।
ঘটনার পরপরই র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ জুন বরখাস্ত সৈনিক সুমনকে আটক করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে ১৫ জুন সকালে র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন ও বন বিভাগের যৌথ অভিযানে রঙ্গিখালীর গভীর পাহাড় থেকে অপহৃত হাফিজ উল্লাহকে জীবিত উদ্ধার করা হয়। অভিযানে অস্ত্র, গুলি ও অপহরণে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-১৫ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও চক্রের মূলহোতা সিকদারকে অবশেষে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সিকদার একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের নেতা, যিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবৈধ অপহরণ ও মুক্তিপণ আদায়ে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তারের পর আরও তদন্ত চলছে।