আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন: জাপানে প্রধান উপদেষ্টা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৮/৫/২০২৫, ৬:০৭:১৯ PM

আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন: জাপানে প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লিগের সভাপতি তারো আসো-এর সঙ্গে সাক্ষাতে এই প্রতিশ্রুতি দেন তিনি।


বুধবার (২৮ মে) টোকিওর ইম্পেরিয়াল হোটেলে সাক্ষাৎকালে ড. ইউনূস বলেন, “নির্বাচন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন—এই ছয় মাসের সময়সীমার মধ্যেই অনুষ্ঠিত হবে। এটি আমাদের নির্বাচনি রোডম্যাপও।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, “এই সময়সীমার পরে আমি আর একদিনও ক্ষমতায় থাকব না।”

প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি, তবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলেই তারিখ ঘোষণা করবেন অধ্যাপক ইউনূস।

তিনি বলেন, “অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে, প্রশাসনিক ও আইনি সংস্কার চলমান, এবং নির্বাচন কমিশনও প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে।”

জাতীয় ঐকমত্য গঠনে কাজ করছে একটি কমিশন, যার ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর মিল-অমিল চিহ্নিত করা হয়েছে।
কমিশনের দ্বিতীয় দফা আলোচনা জুনের শুরুতে হবে বলে জানানো হয়েছে। জুলাই থেকে সংস্কার প্রক্রিয়া আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, ড. ইউনূস তিনটি স্পষ্ট এজেন্ডা নিয়ে কাজ করছেন: সংস্কার, ফ্যাসিবাদী শক্তির বিচার, নির্বাচন।

প্রধান উপদেষ্টা ইউনূস চার দিনের সরকারি সফরে বুধবার দুপুরে জাপানের টোকিও পৌঁছান। তিনি ৩০তম নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকে বসবেন।

এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এবং এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ।

ক্যাটাগরি:
কভার নিউজজাতীয়

কভার নিউজ ক্যাটাগরি থেকে আরো

খালেদা জিয়া রাষ্ট্রপতি?

খালেদা জিয়া রাষ্ট্রপতি?

১ জুলাই, ২০২৫

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ণ হতে চলেছে। তবে এখনো রাষ্ট্রপতির পদে বহাল আছেন তার আমলে নিয়োগপ্রাপ্ত মো. সাহাবুদ্দিন চুপ্পু। এই প্রেক্ষাপটে বর্তমান রাষ্ট্রপতি পরিবর্তন ও নতুন নেতৃত্ব নিয়ে সরব হয়েছেন জনপ্র...