জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, এখন সরকার সংস্কারের কথা বলছে, অথচ দেশেই সংস্কারের অভিজ্ঞ লোক আছেন। “শিক্ষানীতি, ওষুধনীতি, উপজেলা পদ্ধতি এসবই সংস্কারের অংশ ছিল। এখন নাকি সংস্কারের জন্য বিদেশ থেকে লোক ভাড়া করে আনতে হয়। তারা প্রস্তাব দিতে পারে, কিন্তু বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সংসদ লাগবে।”
শনিবার রাজধানীর গুলশানে ইমানুয়েল কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন। নির্বাচনের প্রয়োজন নিয়েও প্রশ্ন তোলেন মঞ্জু। “দুই দল যদি আগে থেকেই আসন ভাগ করে নেয়, তাহলে দুই হাজার কোটি টাকা নির্বাচনী খরচ বাঁচানো যাবে,” মন্তব্য করেন তিনি।
কাউন্সিলে কণ্ঠভোটে আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির চেয়ারম্যান, এবিএম রুহুল আমিন হাওলাদার মহাসচিব, কাজী ফিরোজ রশিদ সিনিয়র কো-চেয়ারম্যান এবং মো. মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হন।
প্রধান অতিথির বক্তব্যে মঞ্জু দেশে বাড়ি, দোকান, হাটবাজারসহ সর্বত্র দখলবাজি চলছে বলে অভিযোগ করেন এবং সরকারের দৃশ্যমান উদ্যোগের অভাবের সমালোচনা করেন।
স্বাগত বক্তব্যে মহাসচিব হাওলাদার বলেন, জাতীয় পার্টিকে তৃণমূলে মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে এবং যৌথ নেতৃত্বে পরিচালিত হবে। তিনি দলকে ঐক্যবদ্ধ করে বিকল্প জাতীয় নেতৃত্ব গড়ার অঙ্গীকার করেন।
নির্বাহী চেয়ারম্যান চুন্নু অতীতের বিতর্কিত নির্বাচনে অংশ নেওয়ার কারণে দেশবাসীর কাছে ক্ষমা চান এবং রাজনৈতিক সিদ্ধান্তে ভুল হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
কাউন্সিল উদ্বোধন করেন চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও চুন্নু। প্রথম অধিবেশনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন চুন্নু এবং বক্তব্য দেন দলীয় ও ভিন্ন অংশের নেতারা। দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশন নেতৃত্ব নির্বাচন ঘোষণা করে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...