গত ১৯৮১ সালের ১৭ মে থেকে একটানা চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন হাসিনা। তবে এত লম্বা সময় নেতৃত্ব দেওয়ার পরও তার অনুপস্থিতিতে দলীয় হাল ধরার মতো ‘সাকসেসন প্ল্যান’ বা উত্তরাধিকারের কোনো স্পষ্ট পরিকল্পনা তিনি কখনও প্রকাশ্যে জানাননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো বৃহৎ সংগঠন তাসের ঘরের মতো ভেঙে পড়ার অন্যতম কারণ ছিল এই নেতৃত্বশূন্যতা। অন্তর্বর্তী সরকার দলের কার্যক্রমও নিষিদ্ধ করে রেখেছে, ফলে নেতাকর্মীরা আরও অনিশ্চয়তার মধ্যে পড়েন।
তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যেও বিভ্রান্তি দেখা দেয়—শেখ হাসিনা অনুপস্থিত থাকলে কাদের কাছ থেকে নির্দেশনা নেবেন, তা নিয়ে ছিল চূড়ান্ত অস্পষ্টতা।
বর্তমানে এক বছরেরও বেশি সময় ধরে ভারত সরকারের ‘অতিথি’ হিসেবে দেশটির মাটিতে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখানে তার চলাফেরা, দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগসহ সব বিষয়েই কঠোর নিয়ন্ত্রণ রয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে দলীয় সূত্রে গুঞ্জন উঠেছে, ভারতীয় কংগ্রেসের ‘রাহুল-প্রিয়াঙ্কা মডেল’ অনুসরণ করে শেখ হাসিনা তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ হোসেনকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আনার বিষয়ে ভাবছেন।
এই সুযোগটাকে কাজে লাগিয়ে আর পরিস্থিতির চাপেই তাকে উত্তরাধিকারের এই অমীমাংসিত বিষয়টির সমাধান করার দিকে নজর দিতে হচ্ছে। তা ছাড়া এই মাসেই তিনি নিজে আটাত্তর বছর পূর্ণ করবেন, ফলে বয়সেরও কিছুটা তাড়াহুড়ো তো অবশ্যই রয়েছে। শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, এই দুজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন।
পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিরও।
এ ক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেলটা অনুসরণ করছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও নিজের ছেলেমেয়েকে নিয়ে ঠিক সেটাই করতে চাইছেন দলীয় সভাপতি।
এদিকে মাত্র মাসদুয়েক আগেও দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) রিজিওনাল ডিরেক্টরপদে ছিলেন সায়মা ওয়াজেদ, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তৃপক্ষ তাকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর পর শেখ হাসিনার কন্যা এখন পুরাদস্তুর রাজনীতিতে সক্রিয় হচ্ছেন।
অন্যদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ এখন মার্কিন নাগরিক ও আমেরিকার স্থায়ী বাসিন্দা, তবে মায়ের পর দলের প্রধান মুখ ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনিই। দেশ-বিদেশের মিডিয়াকে সাক্ষাৎকারও দিচ্ছেন ঘন ঘন।
সূত্র: বিবিসি বাংলা
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...