আনোয়ারায় কৌশলে তালা ভেঙে বাসা থেকে চুরির স্বর্নলংকার ও নগদ টাকা উদ্ধারসহ চোর চক্রের দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃত চোরদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার রায়পুর ইউনিয়নের কবির মাস্টার বাড়ির মো. মোস্তাফিজুর রহমানের পুত্র মো.আজিজুর রহমান বাবুল প্রকাশ বাবু(৪১) ও একই ইউনিয়নের একই বাড়ির দুদু মিয়ার পুত্র মো. শওকত হোসেন (৩১)।
জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে বাদী সুমি শীল উপজেলার সদরের বার আউলিয়া বিল্ডিংয়ের বাসা তালাবদ্ধ করে সন্তানকে নিয়ে স্কুলে যায়। সন্তানকে দিয়ে ১০টার দিকে বাসায় ফিরে দেখে দরজার তালা নেই। পরে খোজাখুজি করে দেখে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় চোরেরা।
পরে ভুক্তভোগী সুমি শীল বাদী হয়ে আনোয়ারা থানায় অভিযোগ করলে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে চোর চক্রের দু'জনকে গ্রেফতার করতে সম্ভব হয়। তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত ৩.৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা বাদী সনাক্ত করেছেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনির হোসেন জানান, সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে চোর চক্রের দুজনকে গ্রেপ্তারের সক্ষম হয়। পরে জিজ্ঞাসাবাদে কৌশলে তালা ভেঙে বাসা চুরির কথা স্বীকার করে ও চোলাইকৃত মালামাল উদ্ধার করা হয়। তারা কৌশলে কয়েক সেকেন্ডের মধ্যে তালা ভেঙে বাসায় ঢুকে পড়ে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা এ ঘটনায় জড়িত অন্যান্যদেরও চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি।
সিটিজিপোস্ট/এমএইচডি
১৫ সেপ্টেম্বর, ২০২৫
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করেন শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী কলেজের মূল ফটকে নবীনদের হাতে ফুল ও শুভেচ্ছাবার্তা তুলে দেয় সংগঠনটির নেতৃবৃন্দ। এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কলম বিতরণ করা হয়। শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ তারেক জানা...
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করেন শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী কলেজের মূল ফটকে নবীনদের হাতে ফুল ও শুভেচ্ছাবার্তা তুলে দেয় সংগঠনটির নেতৃবৃন্দ। এর পাশাপাশি...