চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন পরিষদের আওয়ামী মহিলা লীগ নেত্রী ও ইউপি সদস্যা তসলিমা নুরকে প্যানেল চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়ার বিরুদ্ধে এলাকাবাসী লিখিত অভিযোগ করেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে তারা এ অভিযোগ জমা দেন।
অভিযোগে বলা হয়, তসলিমা নুর অতীতে ইউনিয়ন মহিলা লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিগত সরকারের সময় সক্রিয়ভাবে দলীয় কার্যক্রমে যুক্ত ছিলেন। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনাতেও তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, সাবেক বিতর্কিত হুইপ সামশুল হক চৌধুরী ও মোতাহেরুল ইসলাম চৌধুরীর ঘনিষ্ঠ এই নেত্রী প্যানেল চেয়ারম্যান হলে গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ণ হবে এবং পুরনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরে আসবে। তারা ন্যায় ও সুস্থ রাজনৈতিক পরিবেশ রক্ষায় বিতর্কিত ব্যক্তিদের এই পদে নিয়োগ না দেওয়ার আহ্বান জানান।
হাইদগাঁও ইউপির ২নং ওয়ার্ডের ইউপি সদস্য টিটু দেব বলেন, “তিনি আ. লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করতেন এটা সত্য। তবে দলীয় কোনো পদে ছিলেন কি না তা আমার জানা নেই।”
এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান জানান, “হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বি এম জসিম অপসারিত হয়েছেন অনেক আগেই। বর্তমানে পরিষদটিতে কোনো প্যানেল চেয়ারম্যান নেই। সংরক্ষিত নারী ইউপি সদস্য তসলিমা নুরসহ কয়েকজন আবেদন করেছেন। যেহেতু বিষয়টি হাইকোর্ট পর্যন্ত বিচারাধীন, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
১৫ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের পটিয়ায় নুরুল হক নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার আরও এক আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার চট্টগ্রাম জেলা জজ আদালতে হাজির হয়ে মামলার ৩নং আসামী ফজলুল হক ফেলু জামিন চাইলে জেলা জজ মো. হেমায়েত উদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে একই মামলার ৫নং আসামীকে আদালত জামিন দেন।বাদীপক্ষের ...
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের পটিয়ায় নুরুল হক নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার আরও এক আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার চট্টগ্রাম জেলা জজ আদালতে হাজির হয়ে মামলার ৩নং আসামী ফজলুল হক ফেলু জামিন চাইলে জেলা জজ মো. হেমায়েত উদ্দিন তার জামিন আবে...