বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান সংকট উত্তরণের একমাত্র পথ হচ্ছে দ্রুত নির্বাচন। রাজনৈতিক সরকার না থাকলে পরিস্থিতির অবনতি ঘটে বলেও তিনি মন্তব্য করেন।
বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে আলোচনা হয় এবং আগামী ৩০ আগস্ট ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
মির্জা ফখরুল বলেন, সরকার যদি নির্বাচনের ঘোষণা দিয়ে অস্পষ্টতা দূর না করে, তাহলে সমস্যা থেকেই যাবে। ফেব্রুয়ারি নির্বাচনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলে ধারণা করছেন তিনি
তিনি আরও বলেন , সমস্যা সৃষ্টি হলে প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে ডাকেন। এরকম বসাটা ঘন ঘন হলে আরও ভালো হতো। তাহলে হয়তো সমস্যাগুলো তৈরি হতো না। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা, সেখানে দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখা এবং সচিবালয়ে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় সবার কাছে মনে হয়েছে যে, একটা প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়েছে।
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা এবং প্রেস সচিবসহ উপদেষ্টাদের অবরুদ্ধ করার ঘটনার প্রসঙ্গে বলেন, “এসব থেকেই বোঝা যাচ্ছে, প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে।”
গোপালগঞ্জে আওয়ামী লীগের ‘রেইন অব টেরর’ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করে বলেন, “পরাজিত শক্তি ফের সক্রিয় হচ্ছে, গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত করছে।”
বিএনপি মহাসচিব মনে করেন, রাজনৈতিক সংলাপ ঘনঘন হলে সমস্যা কমে যেত। তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা এখনই নির্বাচন প্রক্রিয়াকে তরান্বিত করতে পরিষ্কার ব্যবস্থা গ্রহণ করবেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৩ জুলাই, ২০২৫
নির্বাচন বিলম্বিত হলে জটিলতা সৃষ্টি হবে জানিয়ে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে। আশা করছি, আগামী বছরের প্রথম অংশে নির্বাচন হবে। তবে, অতীতের বস্তাপচা ধারার কোনো নির্বাচন আমরা চাই না এবং মেনে নেব না।’বুধবার (২৩ জুলাই) বিকেলে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে জা...
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২২ জুলাই, ২০২৫
২৩ জুলাই, ২০২৫
নির্বাচন বিলম্বিত হলে জটিলতা সৃষ্টি হবে জানিয়ে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে। আশা করছি, আগামী বছরের প্রথম অংশে নির্বাচন হবে। তবে, অতীতের বস্তাপচা ধারার কোনো নির্বাচন আমরা চাই ...