কক্সবাজারের টেকনাফের দুর্গম অরণ্যে পাচারের জন্য জমায়েত করা নারী-শিশুসহ ৮৪ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব।
উদ্ধার হওয়াদের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক এবং ৬৬ জন রোহিঙ্গা রয়েছেন। এসময় তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি দেশীয় বন্দুক, একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাত পর্যন্ত টানা ২৬ ঘণ্টা ধরে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার আব্দুল্লাহ (২১), রাজরছড়ার সাইফুল ইসলাম (২০) এবং মো. ইব্রাহিম (২০)।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, উপজেলার কচ্ছপিয়া, বড়ডেইল, রাজারছড়া, করাচিপাড়া ও গোরামারা দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় মানবপাচার চক্রের কাছ থেকে নারী,পুরুষ,শিশুসহ ৮৪ জনকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অস্ত্র, মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণ চাইলে সরাসরি বিজিবির টোল ফ্রি নম্বর ০১৭৬৯৬০০৫৫৫-এ তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবেন।
২২ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজারের ভালুকিয়া পালং গ্রামে প্রশাসনের যৌথ অভিযানে ৩৯০ বস্তা নন-ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় ডিলার মোহাম্মদ আলীর পুত্র জাহেদুল আলম এর বিরুদ্ধে ১৯৭৪ সালের ২৫(বি) বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযান চলাকালীন সময় ডিলারের কাছে অনিয়ম ও সরকারি বিধিনিষেধ লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে প্...
২২ সেপ্টেম্বর, ২০২৫
২২ সেপ্টেম্বর, ২০২৫
২২ সেপ্টেম্বর, ২০২৫
২১ সেপ্টেম্বর, ২০২৫
২১ সেপ্টেম্বর, ২০২৫
২২ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজারের ভালুকিয়া পালং গ্রামে প্রশাসনের যৌথ অভিযানে ৩৯০ বস্তা নন-ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় ডিলার মোহাম্মদ আলীর পুত্র জাহেদুল আলম এর বিরুদ্ধে ১৯৭৪ সালের ২৫(বি) বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিয...