জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫১ সদস্যবিশিষ্ট নির্বাহী কাউন্সিল গঠন করা হয়েছে। গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত দলটির চতুর্থ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন আগামী তিন মাসের জন্য এ কাউন্সিল অনুমোদন করেন।
দলের সর্বোচ্চ ফোরাম হচ্ছে ১০ সদস্যের ‘পলিটিকাল কাউন্সিল’ এর বাইরে নতুন করে এ কাউন্সিল গঠন করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
রোববার দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কাউন্সিল গঠনের তথ্য দিয়েছেন। নতুন গঠিত এ কমিটি তিন মাসের জন্য কাজ করবে বলে জানিয়েছে এনসিপি।
নতুন এই কমিটিতে চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রাম মিলিয়ে তিন তরুণ রাজনীতিবিদ ঠাই পেয়েছেন। এই তিন জন হলেন নাহিদা সারওয়ার নিভা, আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন এবং মীর আরশাদুল হক।
নাহিদা সারওয়ার নিভা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সচিব। তার নিজ বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তবে বাবা-মায়ের চাকরির সুবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকাতেই জন্ম তার। ছোটবেলা থেকে পড়াশোনার হাতেখড়িও এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পরবর্তীতে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
নিভা এর আগে এনসিপির আহ্বায়ক কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের পদ পেলে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাপক আলোচনা হয়েছিল। মূলত তার পরিবারের আওয়ামী লীগ সংশ্লিষ্টতা নিয়ে ওই সময় আলোচনা উঠেছিল।
যদিও পরবর্তীতে ক্রমাগত থিতু হয়েছেন এনসিপির রাজনীতিতে।
নির্বাহী কাউন্সিলে স্থান পাওয়া আরেক সদস্য আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে কাজ করছেন।
সুজা উদ্দিন ইতিমধ্যে তরুণ রাজনীতিবিদ হিসেবে কক্সবাজারে সাড়া ফেলেছেন। কর্মজীবনে এর আগে তিনি সাংবাদিকতা ছাড়াও এনজিও সেক্টরে কাজ করেছেন।
সবশেষ সদস্য মীর আরশাদুল হকের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্বে আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন।
সিটিজিপোস্ট/এমএইচডি
৫ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ, সন্ত্রাসীদের বিচার ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা মশাল...
৪ সেপ্টেম্বর, ২০২৫
৪ সেপ্টেম্বর, ২০২৫
৪ সেপ্টেম্বর, ২০২৫
৪ সেপ্টেম্বর, ২০২৫
৪ সেপ্টেম্বর, ২০২৫
৫ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ, সন্ত্রাসীদের বিচার ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার...