চন্দনাইশে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী স. উদযাপন উপলক্ষে বিশাল গণ জমায়েত ও ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগষ্ট) সকাল ৯ টা ওষখাইন বিশ্ব নুর মন্জিল রজায়ী দরবার শরীফের সাজ্জাদানশীন ও রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ চেয়ারম্যান পীরে ত্বরিকত মুহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ীর ছদারতে জুলুস বের হয়। জুলুসটি ওষখাইন দরবার প্রাঙ্গণ থেকে বের হয়ে চন্দনাইশ সাতঘাটিয়া পুকুর পাড় লাইনে মোস্তফা সাঃ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা, গাছবাড়িয়া কলেজ গেইট হয়ে মোহাম্মদপুর জামে মসজিদে এসে মিলিত হয়। জুলুসে যোগ দেন মাদ্রাসার ছাত্র, দরবারের ভক্ত মুরিদান ও স্থানীয় মুসল্লীরা। সবার মুখে মুখে ছিল দরুদ শরীফ, জিকির ও নাতে রাসূল সহ ইসলামি স্লোগান আর হাতে ছিল দরবারের পতাকা ও কলমা খচিত পতাকা। এ জুলুসে সার্বিক পরিচালনায় ছিলেন, শাহজাদা ইমাম উদ্দিন রজায়ী।
জুলুস শেষে মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। মাহফিলে আলোচনা করেন মাওলানা অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, মাওলানা মুফতি আল্লামা আহমদ হোসাইন আল কাদেরী, আবু ইউসুফ নুর আল কাদেরী। মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ কামরুদ্দিন নূরী। অন্যান্যদের মধ্যে দরবারের বিভিন্ন মঞ্জিলের পীরজাদা, শাহজাদা ও আলেমগণ উপস্থিত ছিলেন।
মিলাদ কিয়াম শেষে দেশ জাতি মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন পীরজাদা নাঈম উদ্দীন রজায়ী।
৩০ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বোয়ালিয়া গ্রামে বাড়ির রাস্তার মালিকানা নিয়ে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পক্ষের একজন আহত হলে ক্ষিপ্ত হয়ে বিরোধকৃত রাস্তার মাটি কুড়ে উপড়ে ফেলার অভিযোগ উঠে। এ ঘটনায় আনোয়ারা থানায় দু'পক্ষের অভিযোগ রয়েছে বলে জানান থানা পুলিশ। বুধবার (২৭ আগষ্ট) রাতে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া জাগির পাড়া সোলতান আ...
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
২৯ আগস্ট, ২০২৫
২৯ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বোয়ালিয়া গ্রামে বাড়ির রাস্তার মালিকানা নিয়ে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পক্ষের একজন আহত হলে ক্ষিপ্ত হয়ে বিরোধকৃত রাস্তার মাটি কুড়ে উপড়ে ফেলার অভিযোগ উঠে। এ ঘটনায় আনোয়ারা থানায় দু'পক্ষের অভিযোগ রয়...