চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বোয়ালিয়া গ্রামে বাড়ির রাস্তার মালিকানা নিয়ে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পক্ষের একজন আহত হলে ক্ষিপ্ত হয়ে বিরোধকৃত রাস্তার মাটি কুড়ে উপড়ে ফেলার অভিযোগ উঠে। এ ঘটনায় আনোয়ারা থানায় দু'পক্ষের অভিযোগ রয়েছে বলে জানান থানা পুলিশ।
বুধবার (২৭ আগষ্ট) রাতে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া জাগির পাড়া সোলতান আহমদের বাড়ির রাস্তা সংস্কার নিয়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নুর জাহান জানায়, বোয়ালিয়া জাগির পাড়া সোলতান আহমদের বাড়ির কয়েকটি পরিবারের জন্য দীর্ঘ ৪০ বছরের একটি রাস্তা চলাচল করে আসতেছিল তারা। এতে বর্ষা ও সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হলে স্থানীয় দানশীল ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতায় ক্ষতিগ্রন্থ রাস্তাটি ঘটনার আগের দিন সংস্কারের কাজ শুরু করে। বিবাদীরা এসে অযৌক্তিক বাঁধা দিয়ে ক্ষিপ্ত হয়ে বলে রাস্তা করিলে ভেঙ্গে ফেলবে বলে হুমকি দেয়। কোনরকমে তারা নির্মাণ শ্রমিক দিয়ে রাস্তা মেরামতের কাজ সমাপ্ত করে। পরেরদিন বিবাদীরা দলবদ্ধ হয়ে ধারালো কোদাল, ফোঁয়ারা, কুড়াল নিয়ে মেরামতকৃত রাস্তায় এসে রাস্তার ইট, বালি, কংকর, রাস্তার উভয় পাশে থাকা বালি ও মাটি উপড়াইয়া ফেলে মিশাইয়া দেয় এবং রাস্তা নির্মাণে ব্যবহৃত মালামাল পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। এতে তাদের প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়।
প্রতিপক্ষ মোহাম্মদ ইব্রাহিম খলিল জানায়, আমাদের জায়গা দিয়ে তাদেরকে হাঁটতে দেওয়া হয়েছে। পরে এ জায়গা তাদের দাবি করে। এ নিয়ে সালিশি বৈঠক হলেও তাঁরা কাগজ নিয়ে বসছেনা। এদিকে তারা অতর্কিতভাবে হামলা করে আমার চাচাতো ভাইকে মারাত্মক আহত করে। বর্তমান মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে তা শুনতে পেয়ে ঘটনা অন্যদিকে নিতে নিজেরা রাস্তার মাটি কুড়ে উপড়ে ফেলার নাটক সাজায়।
স্থানীয়রা জানায়, নুরজাহান একজন ভুক্তভোগী। তাঁরা অত্যন্ত গরীব। চলাচলের সড়কে প্রতিপক্ষের জায়গা রয়েছে বলে হয়রানি করে আসছে। পরে কাগজ দেখাতে না পেরে হুমকি দিয়ে বহিরাগত সন্ত্রাসী এনে রাস্তা কেটে ফেলে প্রতিপক্ষ। বর্ষা মৌসুমে এখন চলাচল করতে কষ্ট পাচ্ছে তারা। এ রাস্তা পূনরায় নির্মাণ না করে দিলে কয়েকটি পরিবার ঘরবন্দী হয়ে পড়বে।
জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন জানান, বোয়ালিয়া গ্রামে মারধর ও রাস্তা কেটে ফেলার বিষয়ে দুপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সিটিজিপোস্ট/এমএইচডি
৩১ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের বাঁশখালীতে দুইটি দেশীয় তৈরি অস্ত্র সাথে পাঁচটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।শনিবার (৩০ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পুঁইছড়ি সীমান্তের টানা ব্রিজ এলাকায় প্রধান সড়কে পুলিশি চেকপোস্টে তল্লাশি চলার সময় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।স্থানীয়দের মতে, কক্সবাজার থেকে অস্ত্র ব্যবসায়ীরা এগুলো সংগ্রহ করে চট...
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
৩০ আগস্ট, ২০২৫
২৯ আগস্ট, ২০২৫
৩১ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের বাঁশখালীতে দুইটি দেশীয় তৈরি অস্ত্র সাথে পাঁচটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।শনিবার (৩০ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পুঁইছড়ি সীমান্তের টানা ব্রিজ এলাকায় প্রধান সড়কে পুলিশি চেকপোস্টে তল্লাশি চলার স...