বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ তার কাছে রয়েছে। তিনি জানান, এসব উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ছাড়া কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলি হয় না।
শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে এ অভিযোগ করেন সাত্তার, যিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। যদিও তিনি উপদেষ্টাদের নাম প্রকাশ করেননি, তার দাবি গোয়েন্দা সংস্থার কাছে তাদের দুর্নীতির প্রমাণ রয়েছে। তিনি উদাহরণ দেন, একজন উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেছে, কিন্তু তবুও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নূরজাহান বেগমের ওপর প্রশ্ন তোলেন এবং অভিজ্ঞতা ছাড়া গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয় পরিচালনার ব্যাপারকেও যৌক্তিক মনে করেন না।
সাত্তার আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও দুর্নীতি কমেনি, বরং বেড়েছে। ভূমি ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে ঘুষ দাবির বিভিন্ন ঘটনার উদাহরণও তুলে ধরেন।
সেমিনারে তিনি জানান, তার রাজনৈতিক দলের অফিসে গত বছর ৫ আগস্টের পর থেকে হাজারো কর্মকর্তা–কর্মচারী আসা শুরু করেছে। তিনি বলেন, তারা এই ১৫ বছরে বর্তমান সরকারের শাসনামলে বঞ্চনার শিকার হয়েছে এবং এখন ন্যায়বিচারের আশায় দলীয় অফিসে আসে। কিন্তু রাজনৈতিক দিক থেকে অফিসে ইন-সার্ভিস কর্মকর্তাদের আসা ভালো নয় বলে নির্দেশ দেন তার বস।
সাবেক সচিব ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর এ কে এম আবদুল আউয়াল মজুমদার এ অভিযোগের পক্ষে সওয়াল করে বলেন, “এ বি এম আব্দুস সাত্তার একজন দায়িত্বশীল ব্যক্তি, তাঁর কাছে অবশ্যই প্রমাণ থাকতে হবে। সরকারের উচিত ওই আট উপদেষ্টার সনাক্তকরণ করা।”
সেমিনারে বিগত ১৫ বছরে প্রশাসন ক্যাডারের দুর্নীতি, অনিয়ম এবং রাজনৈতিক পক্ষপাতের সমস্যা নিয়ে আলোচনা হয়। বক্তারা আইনের ঘাটতি নয়, বরং প্রয়োগের অভাব ও সাহসের অভাবকে মূল সমস্যা হিসেবে উল্লেখ করেন।
জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকার বিরুদ্ধে অভিজ্ঞতা শেয়ার করেন। শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী বলেন, অতীতে কর্মকর্তারা আওয়ামী লীগ সরকারের হয়ে কাজ করেছেন এবং এই ধরনের ভূমিকা পুনরায় বন্ধ করা দরকার।
শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দ্বীপ্তি তার ছেলের লেখা একটি চিঠি আগামী বছর থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি করেন, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশপ্রেম, দায়িত্ববোধ ও স্বৈরাচারবিরোধী লড়াইয়ের বার্তা পৌঁছায়।
জনপ্রশাসন সচিব সেমিনারে বলেন, “কর্মকর্তাদের প্রশিক্ষণ দিলেও সাহসের অভাবের কারণে কাজ হচ্ছে না। দেশে প্রচুর আইন রয়েছে, এখন দরকার তা প্রয়োগের।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মন্তব্য করেন, বিগত সময়ে রাজনীতিবিদরা সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করেছিল, ভাল কর্মকর্তাদের অবহেলা করা হয়েছে। তবে ৫ আগস্টের পর থেকে মানুষ প্রশ্ন করতে শিখেছে, এখন কেউ অন্যায় করতে পারবে না।
প্রধান উপদেষ্টার মুখ্যসচিব বলেন, “২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আন্দোলন সংঘটিত হয়েছে। গত ১৬ বছরে রাষ্ট্র ও প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর হয়ে পড়েছে। এখন কর্মকর্তাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, তারা পুরনো পথে যাবেন না কি নতুন পথ বেছে নেবেন।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...