বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণ আর বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি চায় না। তারা চায় গুণগত ও দায়িত্বশীল রাজনীতি। আর সে লক্ষ্যেই বিএনপি কাজ করছে, যাতে জনগণের জীবনমান উন্নয়ন সম্ভব হয়।
রোববার (৩ আগস্ট) ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “গত দেড় দশকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী আহত ও নিহত হয়েছেন। কিন্তু স্বৈরাচারী শক্তি নির্যাতন চালিয়েও তাদের দমন করতে পারেনি। ভবিষ্যতে যেন দেশে ফ্যাসিবাদ ফিরে না আসে, এজন্য ছাত্রসমাজকে আরও সক্রিয় হতে হবে।”
তিনি অভিযোগ করে বলেন, “দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়ে পরিণত করেছে। এমনকি সেগুলোকে কনসেনট্রেশন ক্যাম্পের রূপ দিয়েছে।”
ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে হলে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন জরুরি। জাতীয় রাজনীতির পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সচেতন থেকে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।”
সমাবেশে তিনি বিএনপির কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন। বলেন, “সারাবিশ্বে অনলাইনে পণ্যের চাহিদা বাড়ছে। এই সুযোগ কাজে লাগিয়ে বিএনপি দেশে ব্যাপক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি করতে চায়।”
তিনি আরও বলেন, “দেশে নতুন ৪ কোটি ভোটার যুক্ত হয়েছেন। কিন্তু ফ্যাসিবাদী চক্র তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সামনে জাতীয় নির্বাচনে সেই হারানো অধিকার ফিরিয়ে আনার বড় সুযোগ এসেছে।”
বক্তব্যের শেষ দিকে তারেক রহমান তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, “তারুণ্যের প্রথম ভোট যেন হয় ধানের শীষের পক্ষে।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...