চট্টগ্রামের পটিয়ায় সাপের কামড়ে ফেরদৌস বেগম (৩৫) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ২টার দিকে উপজেলার বড়লিয়া ইউনিয়নের শুক্কর হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফেরদৌস বেগম ঘরের কাজ করার সময় মাছ ধরার একটি জালে হাত দেন। এ সময় জালে থাকা বিষাক্ত সাপ তাকে ছোবল মারে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফেরদৌস বেগম বড়লিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেলখাইন গ্রামের মোহাম্মদ রাসেলের স্ত্রী।
পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সামিহা রওশন জানান, গৃহিণীকে আনার পরই তার মৃত্যু হয়।আমরা ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু এর মধ্যেই তিনি মারা যান, বলেন তিনি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বারশত গ্রামে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি বাজার মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়। এতে অংশ নেন বারশত ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের সচেতন নাগরিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, ম...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বারশত গ্রামে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি বাজার মোড়ে এসে মানববন্ধনে মি...