মহেশখালীতে বজ্রপাতে চিংড়ি প্রজেক্ট শ্রমিকের মৃ/ত্যু
কক্সবাজার প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারের মহেশখালীতে ব্রজপাতে মোহাম্মদ সুমন নামে এক চিংড়ি প্রজেক্ট শ্রমিক বজ্রপাতে মারা গেছেন।
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি কালারমার ছড়ার ইউনিয়নের মাইজপাড়া এলাকার পশ্চিম পাড়ার মঞ্জুর আলমের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বদরখালী জেনারেল হাসপাতালের আবাসিক ডাক্তার রাকিবুল হোসাইন।
সূত্রে জানা যায়, মোহাম্মদ সুমন মাইজপাড়ার পশ্চিমে নয়াকাটা ঘোনায় চিংড়ি প্রজেক্টে শ্রমিক হিসেবে কাজ করতেন। হঠাৎ শুরু হওয়া বৃষ্টি ও বজ্রপাতের সময় তিনি প্রজেক্টের বাসা থেকে বের হন এবং বজ্রপাতে আহত হন। স্থানীয় অন্যান্য শ্রমিকরা তাকে দ্রুত চিকিৎসার জন্য ইউনুসখালী বাজারের পল্লী চিকিৎসক ইসহাকের কাছে নিয়ে যান। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কালারমার ছড়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ জানান, "মাইজপাড়ায় বজ্রপাতে একজন মারা গেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।"
সিটিজিপোস্ট/ এসএইচএস


.jpg&w=3840&q=75)

