বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সমস্যার সমাধান নির্বাচনের মাধ্যমেই সম্ভব। তিনি বলেন, “যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।”
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কমিশনের ঘোষণায় জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বাস করে এবং সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকারকে অতীতেও সহযোগিতা করেছে, ভবিষ্যতেও সব ধরনের সহায়তা করবে।
এর আগে গত মে মাসে লন্ডনে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে একটি ধারণা উঠে আসে। পরবর্তীতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন।
নির্বাচন কমিশনের ঘোষণার মাধ্যমে সেই প্রক্রিয়াই চূড়ান্ত আকার পেয়েছে।