চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। সকাল থেকেই বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের ভিড়ে নির্বাচন কার্যালয়ে জমে ওঠে নির্বাচনী আমেজ।
মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় মনোনয়ন বিতরণ। আজ মনোনয়নপত্র বিতরনের শেষ দিন। আজকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র নেওয়ার কথা থাকলেও প্রার্থীরা যতক্ষণ লাইনে থাকবেন ততক্ষণ মনোনয়ন নিতে পারবেন। প্রতিবেদন লিখা পর্যন্ত কেন্দ্রীয় সংসদে ফরম তুলেছেন ১৪০ জন।
কমিশনের কর্মকর্তারা জানান, শেষ দিনে প্রত্যাশার তুলনায় বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সারাদিনই ভিড় সামাল দিতে তাদের ব্যস্ত থাকতে হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দেখে নির্বাচনকে ঘিরে প্রাণচাঞ্চল্য বাড়ছে বলেও তারা মন্তব্য করেন। তিন যুগ পর আয়োজিত এই নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন পর চাকসু পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরাও। এ ব্যপারে বিশ্ববিদ্যালয়ের স্নতকোত্তরের শিক্ষার্থী ইউনূছ মিয়া জানান, আমার শিক্ষাজীবনের শেষ দিকে হলেও চাকসু নির্বাচন দেখতে পাচ্ছি এটা অনেক আনন্দের বিষয়। আজ মনোনয়ন নেওয়ার শেষ দিন সেই হিসেবে প্রার্থীদের ভিড় একটু বেশিই। আমরা আশাকরি শেষ পর্যন্ত একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের আমেজ দেখব।
সিটিজিপোস্ট/জেউ
১৬ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদ ও হল মিলে মোট ১ হাজার ৮৮ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪৮৮ জন এবং বিভিন্ন হল সংসদে ৬ শত জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত দশটায় মনোনয়নপত্র বিতরণ শেষে প্রার্থীদের বিষয়টি ন...
১৬ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদ ও হল মিলে মোট ১ হাজার ৮৮ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪৮৮ জন এবং বিভিন্ন হল সংসদে ৬ শত জন প্রার্থী মনোন...