চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিতে ২৬ পদে মোট মনোনয়ন নিয়েছেন ৪৭৪ জন প্রার্থী। এছাড়া সব হল সংসদে মনোনয়নপত্র বিতরণ হয়েছে ৫৮৯ টি। হল সংসদ ও কেন্দ্রীয় সংসদে তিনদিনে সর্বমোট মনোনয়ন ফরম নিয়েছেন ১০৬৩ জন প্রার্থী।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়ন বিতরণের শেষ দিন সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
এর আগে গত রোববার শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। তিন দিনে ২৬ পদের বিপরীতে কেন্দ্রীয় সংসদে বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র পদে মনোনয়ন নেন প্রার্থীরা। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে শুধু শেষ দিনেই মনোনয়ন নেন ৩৭৭ জন প্রার্থী।
এবারের হল সংসদ নির্বাচনে ১৪ টি হল ও একটি হোস্টেল সংসদে শেষ দিনে বিক্রি হয়েছে ৫১৬টি ফরম। এর আগে গত দুই দিনে বিক্রি হয়েছিল ৭৪টি। সব মিলিয়ে হল সংসদের ২০৬ টি আসনের বিপরীতে বিক্রি হয়েছে ৫৮৯টি ফরম।
সকাল থেকেই বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীদের ভিড়ে নির্বাচন কার্যালয়ে জমে ওঠে নির্বাচনী আমেজ। বৃষ্টি উপেক্ষা করেই প্রার্থীরা ভিড় করেন কমিশন কার্যালয়ে। সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়ন সংগ্রহের শেষ সময় থাকলেও প্রার্থীদের চাপ বেশি হওয়ায় সন্ধ্যা সাতটা পর্যন্ত মনোনয়ন বিতরণ করেন নির্বাচন কমিশন।
কমিশন কর্মকর্তারা জানান, "শেষ দিনে প্রত্যাশার তুলনায় বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সারাদিনই ভিড় সামাল দিতে তাদের ব্যস্ত থাকতে হয়েছে।" শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দেখে নির্বাচনকে ঘিরে প্রাণচাঞ্চল্য বাড়ছে বলেও তারা মন্তব্য করেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৬ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদ ও হল মিলে মোট ১ হাজার ৮৮ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪৮৮ জন এবং বিভিন্ন হল সংসদে ৬ শত জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত দশটায় মনোনয়নপত্র বিতরণ শেষে প্রার্থীদের বিষয়টি ন...
১৬ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদ ও হল মিলে মোট ১ হাজার ৮৮ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪৮৮ জন এবং বিভিন্ন হল সংসদে ৬ শত জন প্রার্থী মনোন...