
জুলাই–আগস্ট গণঅভ্যূত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় কবে ঘোষণা করা হবে তা আগামী ১৩ নভেম্বর জানাবেন ট্রাইবুনাল।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর এই আদেশ দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১।
আটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মামলার শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপনের সময় বলেন, “জুলাই আগস্টের গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ আসামিদের বিচার না হলে জুলাই শহীদ-আহতদের ওপর অবিচার করা হবে।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করেছিলাম, শেখ হাসিনা ন্যায়বিচারের মুখোমুখি হবেন। কারণ তিনি অন্যের উদ্দেশে বলেছিলেন, সাহস থাকলে বিচারের মুখোমুখি হন। কিন্তু তিনি এই কথা মন থেকে বলেননি। বললে আজ দেশের মাটিতে এসে বিচারের মুখোমুখি হতেন।”
আটর্নি জেনারেল এও বলেন, “এই আসামিদের শাস্তি নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের আরও অগণিত মানুষের জীবন বিপন্ন হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের মানুষ ইতিহাসের আস্তাকুঁড়ে ভীরু-কাপুরুষ হয়ে রয়ে যাবে। আমি তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।”
আটর্নি জেনারেলের বক্তব্যের পর ট্রাইবুনাল সদস্যরা বলেন, “ন্যায়বিচার নিশ্চিত হবে। দুই পক্ষই যেকোনো মূল্যে ন্যায় বিচার পাবে।”
সিটিজিপোস্ট/জাউ
.png&w=3840&q=75)
২৬ অক্টোবর, ২০২৫
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড (বিয়ারিং স্প্রিং) খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটির পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল বন্ধ ঘোষণা করা হয়।নিহত ব্যক্তির নাম আবুল কালাম (বয়স ৩৫–৪০ বছর)। তার বাড়ি শরীয়তপুর জেলায়।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি...
.png&w=3840&q=75)
২৬ অক্টোবর, ২০২৫

২৫ অক্টোবর, ২০২৫

২৫ অক্টোবর, ২০২৫
.png&w=3840&q=75)
২৪ অক্টোবর, ২০২৫
.png&w=3840&q=75)
২৬ অক্টোবর, ২০২৫
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড (বিয়ারিং স্প্রিং) খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটির পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল বন্ধ ঘোষণা করা হয়।নিহত ব্যক...