চট্টগ্রামের সচেতন ব্যবসায়ী সমাজ দেশের অর্থনীতি ও ভোক্তা সাধারণের স্বার্থে চট্টগ্রাম বন্দরে আরোপিত এফসিএল কনটেইনারের বর্ধিত স্টোররেন্ট স্থায়ীভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
সংগঠনের আহ্বায়ক এসএম নুরুল হক এক বিবৃতিতে বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে অর্থনীতির পুনর্গঠন ও বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ সময়ে অতিরিক্ত স্টোররেন্ট আরোপ করলে আমদানি পণ্যের মূল্য বৃদ্ধি পাবে এবং এর দায় শেষ পর্যন্ত ভোক্তা সাধারণকে বহন করতে হবে, যা সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, চলতি বছরের ১০ মার্চ থেকে চট্টগ্রাম বন্দর, ঢাকার কমলাপুর ও পানগাঁও আইসিডিতে ফ্রি টাইম শেষ হওয়ার পর এফসিএল কনটেইনারের স্টোররেন্ট চারগুণ হারে আরোপ করা হয়। তবে বর্তমানে জাহাজের টার্ন এরাউন্ড টাইম নিয়ন্ত্রণে রয়েছে, বন্দরের কনটেইনার ধারণক্ষমতা ৫৩ হাজার থেকে ৫৯ হাজার টিইউএস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং বন্দরে কোনো জট নেই। তাই সরকার ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের জন্য বর্ধিত স্টোররেন্ট স্থগিত করায় ব্যবসায়ী সমাজ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের উৎপাদনশীলতা ও সক্ষমতা বেড়েছে এবং বন্দর এখন অন্যতম লাভজনক সরকারি প্রতিষ্ঠান। সেক্ষেত্রে রাজস্ব বৃদ্ধির নামে অতিরিক্ত চার্জ আরোপ যৌক্তিক নয়, কারণ এতে অর্থনীতির অগ্রগতি ব্যাহত হবে।
চট্টগ্রাম তথা সারাদেশের ব্যবসায়ী সমাজ তাই নৌপরিবহন মন্ত্রণালয়সহ সরকারের কাছে দাবি জানাচ্ছে—চট্টগ্রাম বন্দরে এফসিএল কনটেইনারের বর্ধিত স্টোরেজ চার্জ স্থায়ীভাবে প্রত্যাহার করে পূর্বের হার বহাল রাখতে হবে।
২৮ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ–পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সদরঘাট থানার গ্যাস সিঁড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নৌ–পুলিশ জানায়, মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের গায়ে ফুলহাতা শার্ট ও মাটি রঙের গ...
২৮ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ–পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সদরঘাট থানার গ্যাস সিঁড়ি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নৌ–পুলিশ জানায়, মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ ...