কক্সবাজারের রামুতে গলায় ফাঁ/স লাগানো অবস্থায় এক বৌদ্ধ ভিক্ষুর ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল পুরাতন রাখাইন বৌদ্ধ বিহার থেকে ম/র/দে/হ/টি উদ্ধার করা হয়।
নি/হ/তে/র নাম কিমাছারা ভিক্ষু (২২) । গৃহিনাম থুইনুমং মারমা, রাঙামাটি জেলার কাউখালী থানার দাপুয়া এলাকার মংশিরু মারমা ও সিংমাঅং মারমার সন্তান তিনি। প্রায় পাঁচ-ছয় মাস ধরে তিনি রামুর শ্রীকুল পুরাতন রাখাইন বৌদ্ধ বিহারে অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা পুলিশের সদর সার্কেল মোহাম্মদ পিয়ার, রামু থানার ওসি আরিফ হোসাইন ও ওসি মুহাম্মদ ফরিদ।
রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের আবাসিক প্রধান এবং কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু স্থানীয়দের বরাতে জানান, সকালে খাবার গ্রহণের পর কিমাছারা ভিক্ষু নিজের শয়ন কক্ষে অবস্থান করছিলেন। দুপুরের খাবারের জন্য তাকে ডাকতে গিয়ে সেবকরা কক্ষের চালের বিমে কাপড় দিয়ে গলায় ফাঁ/স লাগানো অবস্থায় ঝু/ল/তে দেখে পুলিশে খবর দেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৌদ্ধ সম্প্রদায় দাবি জানিয়েছে, এটি হত্যা নাকি আ/ত্ম/হ/ত্যা তার সঠিক তদন্ত ও রহস্য উদ্ঘাটন করতে হবে।
রামু থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফরিদ জানান, ম/র/দে/হ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে।