বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় ট্রাইব্যুনালে নয়, বরং আইন মন্ত্রণালয়ে প্রস্তুত হয়েছিল বলে দাবি করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পারিবারিক বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলেন । হুম্মাম কাদের বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য ছিল রাজনৈতিক বিরোধীদের পথ থেকে সরিয়ে দেওয়া। গুম, খুন ও হত্যা চালিয়ে ক্ষমতায় টিকে থাকাই ছিল তার উদ্দেশ্য। আমার বাবাও সেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার।”
তিনি আরও বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে বাবার বিরুদ্ধে আনা ২০টি মামলার মধ্যে মাত্র চারটিতে সাক্ষ্য উপস্থাপন করা সম্ভব হয়েছিল। “আসলে বাবার রায় ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল।”
বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে হুম্মাম কাদের মন্তব্য করেন, “এটি ছিল এক ধরনের বিচারিক হত্যাকাণ্ড, যার সঙ্গে সরাসরি জড়িত ছিল আওয়ামী লীগ।”
এ সময় তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘গোপন বার্তা’র মাধ্যমে সাকা চৌধুরীর পক্ষে থাকা বিদেশি চারজন সাক্ষীকে দেশে প্রবেশে বাধা দেওয়া হয়। “ভিসা প্রদান ঠেকাতে পাঠানো এ ধরনের গোপন বার্তাগুলো পরিবারের কাছে হস্তান্তরের জন্য শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি নোটিশ পাঠানো হবে।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৫ আগস্ট, ২০২৫
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদিত হয়েছে। ২৪ আগস্ট, ২০২৫ বাগছাসের অফিসিয়াল ফেসবুক পেইজে কমিটির অনুমোদনের ঘোষণা দেওয়া হয়।কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুনতাসির মাহমুদ এবং সদস্য সচিব হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের ফারসি ভ...
২৫ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৫ আগস্ট, ২০২৫
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদিত হয়েছে। ২৪ আগস্ট, ২০২৫ বাগছাসের অফিসিয়াল ফেসবুক পেইজে কমিটির অনুমোদনের ঘোষণা দেওয়া হয়।কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০১৯-২০ শিক্ষ...