রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে হঠাৎ করে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তবে আলোচনার কিছুক্ষণ পর আবারও বৈঠকে ফিরে এসেছে দলটি।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টা থেকে শুরু হওয়া বৈঠকে ২০তম দিনের মতো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসে কমিশন। বৈঠকের শুরুতেই কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সূচনা বক্তব্য উপস্থাপন করেন।
তবে আলোচনার সূচনায়ই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমেদ জানান, তারা এ আলোচনায় অংশ নেবেন না। এরপরই বিএনপির প্রতিনিধি দল বৈঠক কক্ষ ত্যাগ করে। ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করে সালাহ উদ্দীন বলেন, “আমাদের বক্তব্য স্পষ্ট— সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান ও সংবিধিবদ্ধ এক-দুটি প্রতিষ্ঠানে নিয়োগ বিষয়ে সংবিধানে পরিবর্তন আনায় ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় জটিলতা তৈরি হতে পারে। এই প্রস্তাব আমরা গ্রহণ করি না।”
বিএনপির অভিযোগ, সরকারি কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল (Ombudsman) নিয়োগ প্রক্রিয়া রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত নয়। এ নিয়ে আলোচনা শুরু হলে তীব্র আপত্তি জানায় দলটি।
তবে প্রায় আধাঘণ্টা পর বিএনপি আবারও আলোচনায় ফিরে আসে। ফলে বৈঠক পুনরায় শুরু হয় এবং আলোচনার ধারাবাহিকতা বজায় থাকে। পর্যবেক্ষকরা এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন।
এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কমিশনের প্রধান সমন্বয়কারী বা সরকারপক্ষের কোনো প্রতিনিধি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে একাধিক সূত্র জানিয়েছে, “বিএনপি আলোচনার কাঠামো বুঝতে চেয়েছে, তবে আলোচনা বন্ধ করতে চায় না—এটাই ইতিবাচক।”
কমিশনের পরবর্তী বৈঠকে এই ইস্যুতে আরও বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। ইতোমধ্যেই জুলাই সনদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তাপ ছড়িয়ে পড়েছে।
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...