ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আপত্তি নেই বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে বিচার ও প্রশাসনিক সংস্কারের দৃশ্যমান অগ্রগতি এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হলে আমাদের কোনো আপত্তি নেই। তবে এর আগে বিচার ও সংস্কারের দৃশ্যমান বাস্তবায়ন সরকারকে নিশ্চিত করতে হবে। মাঠ প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।”
আখতার হোসেন বলেন, “জুলাই আন্দোলনে শহীদের সংখ্যা নির্ধারণে সরকার ব্যর্থ হয়েছে। ঘোষণাপত্রে ১ হাজার শহীদের কথা বলা হলেও জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নিহত হয়েছেন ১,৪০০ জন।”
তিনি আরও বলেন, “ঘোষণাপত্রে উপনিবেশবিরোধী লড়াইয়ের প্রসঙ্গ থাকলেও ১৯৪৭ সালের কথা বাদ গেছে। এছাড়া পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা, বিচারবহির্ভূত হত্যা, কোটা আন্দোলন, আবরার হত্যাকাণ্ড ও মোদি-বিরোধী আন্দোলনের কথাও অন্তর্ভুক্ত করা উচিত ছিল।”
আখতার হোসেন বলেন, “জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন আয়োজন করতে হবে। ঐকমত্য কমিশনে দলগুলোর সম্মত সংস্কারসমূহ অন্তবর্তী সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ ও ঘোষণাপত্রের ভিত্তিতেই আগামীর নির্বাচন হতে হবে, এতে কোনো ব্যত্যয় মেনে নেওয়া হবে না।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...