চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া দুই প্রার্থীর ডোপ টেস্টে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি পাওয়া গেছে। তারা হলেন গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদ।
বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয় মেডিকেলে তাদের ডোপ টেস্ট করা হয়। এতে ফলাফল পজিটিভ আসে এবং গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি ধরা পড়ে।
জানা গেছে, গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ধাপে ডোপ টেস্টে অংশ নিলে তাদের শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হয়।
এ বিষয়ে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “চবি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক। যাদের ডোপ টেস্ট পজিটিভ আসবে, তাদেরকে কোনভাবেই নিয়োগ দেওয়া হবে না।”
২৪ আগস্ট, ২০২৫
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী একটি গুরুত্বপূর্ণ এলাকা। এতে ইসলামের জন্য উর্বর ময়দান তৈরী করতে হবে যুবকদের। আজকের ইসলামি আন্দোলনে এসে আমরা সংখ্যায় এখন কোনভাবেই কম নয়। তবে আল্লাহর উপর ভরসা করে সমাজের দায়বদ্ধতার প্রতি সদয় হয়ে আমাদের কাজ করতে হবে...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী একটি গুরুত্বপূর্ণ এলাকা। এতে ইসলামের জন্য উর্বর ময়দান তৈরী করতে হবে যুবকদের। আজকের ইসলামি আন্দোলনে এসে আমরা সংখ্...