বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান সোমবার দুপুরে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনার পর ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় সরিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। দুর্ভাগ্যজনকভাবে বিমানটি রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, বৈমানিক তৌকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণপণ চেষ্টা করেন যেন বিমানটি জনবসতির ওপর আছড়ে না পড়ে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় বিমানটির বৈমানিকসহ মোট ১৯ জন নিহত হয়েছেন এবং ১৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। আহতদের মধ্যে অনেকে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছেন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং সদ্য বিবাহিত। দুর্ঘটনার আগে তিনি নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করতেন এবং ছিলেন অত্যন্ত দক্ষ ও সাহসী বৈমানিক।
এই ট্র্যাজেডি দেশের প্রতিরক্ষা ও শিক্ষাক্ষেত্রে এক গভীর ক্ষতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা ও দগ্ধদের উন্নত চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে।
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...