বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “৫ আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে। এখন নিজেদের দায় এড়াতে তারা তরুণদের ওপর দোষ চাপাচ্ছে।”
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টাঙ্গাইলে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “বিএনপি রাষ্ট্র সংস্কারে একটিও কার্যকর উদ্যোগ নেয়নি। দলটির আয় ও ব্যয়ের হিসাব জনগণের কাছে অস্পষ্ট। চাঁদাবাজির অর্থনীতির ওপর রাজনৈতিক দলগুলো টিকে আছে। এই কাঠামো ভেঙে দিতে হবে। চাঁদাবাজির সংস্কৃতি বন্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেন, “নিজ দলের চাঁদাবাজি রোধে আপনার স্পষ্ট ও কার্যকর ভূমিকা দরকার।”
‘জুলাই সনদ’ প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, “শুধু প্রতিশ্রুতি নয়, এই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। গণপরিষদ, গণভোট কিংবা এলএফও (লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার)-এর মাধ্যমে তা বাস্তবায়ন সম্ভব। আগামী নির্বাচিত সরকারকে এই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে।”
সরকারি নিয়োগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “যদি নির্বাচন কমিশনের জন্য একটি নিয়োগ কমিটি হয়, তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারি কর্ম কমিশন (পিএসসি)-তেও একই পদ্ধতির প্রয়োগ প্রয়োজন। সরকারি চাকরিতে দলীয়করণ নয়, নিরপেক্ষতা প্রতিষ্ঠা তরুণদের অন্যতম প্রত্যাশা।”
উচ্চকক্ষ ও সাংবিধানিক সংস্কার নিয়ে তিনি বলেন, “উচ্চকক্ষে ‘পার্লামেন্টারি রিভিউ (PR)’ চালু করা হলে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে উঠবে। যুক্তি ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই দেশের কল্যাণ নিশ্চিত করতে হবে।”
তিনি তরুণদের সজাগ থেকে রাজনৈতিক শুদ্ধাচারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...