অংশ নিলেন বিএনপি-জামায়াতসহ ৩০ রাজনৈতিক দলের নেতারা
জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে গণঅধিকার পরিষদ সমাবেশ করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ সমাবেশে বিএনপি, জামায়াতসহ ৩০টির বেশি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ফ্যাসিবাদবিরোধী দলের নেতারা।
গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর ও তার দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি আহবান করা হয়। বক্তারা হামলাকারীদের শাস্তি, জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। পাশাপাশি ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও আহবান জানানো হয়।
যদিও সমাবেশের দাবিগুলো তিনটি ছিল, অধিকাংশ বক্তা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিকেই কেন্দ্র করে বক্তব্য দেন।
শাহবাগে সমাবেশ শুরুর নির্ধারিত সময় ছিল বিকেল ৩টা, তবে দুপুর থেকেই বিভিন্ন মিছিল নিয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। বিকেল ৪টার দিকে জামায়াতের নেতৃত্বে আরেকটি মিছিল এসে সমাবেশে যোগ দেয়।
গণঅধিকার পরিষদের নেতাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সিটিজিপোস্ট/এসএমএফ
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...