বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের শীলবান্ধাপাড়ায় এক তরুণকে হত্যা করে খালে লাশ ফেলে দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত তরুণের নাম উসাইশৈ মারমা (১৮)। তিনি কচ্ছপতলী বাজারের একটি দোকানে কাজ করতেন।
পুলিশ জানায়, গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উসাইশৈ শীলবান্ধাপাড়ায় যান এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। রোববার (২৭ জুলাই) বিকেল তিনটার দিকে শীলবান্ধাপাড়া থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বেক্ষ্যংপাড়া এলাকার তারাছা খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ঘটনার পর পুলিশের অনুসন্ধানে উঠে আসে, শীলবান্ধাপাড়ার সাবেক কার্বারি রুয়াইসা মং মারমার ছেলে হ্লাথোয়াইহ্রী মারমা (২৪) এবং সাবেক ইউপি সদস্য চিংনু মারমার ছেলে উ নু চিং মারমা (২৬)-এর সঙ্গে নিহত উসাইশৈর বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে তাঁরা পাথর দিয়ে আঘাত করে উসাইশৈকে হত্যা করেন এবং লাশ ফেলে দেন তারাছা খালে।
আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, ‘উসাইশৈ প্রায়ই শীলবান্ধাপাড়ায় যেতেন। ঘটনার রাতে তিনজন মিলে মদপান করেন। পরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।’
বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, গ্রেপ্তার হ্লাথোয়াইহ্রী মারমা ও উ নু চিং মারমা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সিটিজি পোস্ট/ জাউ