বান্দরবানে সম্ভাবনাময় কফি ও কাজুবাদাম চাষ প্রকল্প মাঠপর্যায়ে ভেস্তে গেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় কৃষকরা। তাদের অভিযোগ প্রকল্পের নামে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও চারা, সরঞ্জাম, পানির ট্যাংক কিংবা প্রশিক্ষণ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হয়নি।
২০২২ সালে পার্বত্য চট্টগ্রামে দারিদ্র্য হ্রাসকরণ লক্ষ্যে এ প্রকল্প হাতে নেয় সরকার। বান্দরবানের জন্য বরাদ্দ ছিল ১৫ কোটি ৮৩ লাখ টাকা। প্রকল্পের আওতায় উন্নত জাতের চারা বিতরণ, নার্সারি স্থাপন, সার ও বালাইনাশক প্রদান, পানির ট্যাংক ও ডিপ ইরিগেশন, প্রক্রিয়াকরণ মেশিন সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ ভ্রমণের ব্যবস্থা করার কথা ছিল।
কিন্তু সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, প্রকল্পের অধিকাংশ কার্যক্রম বাস্তবায়িত হয়নি। কৃষকদের অভিযোগ, অধিকাংশ চারা অসময়ে বিতরণ হওয়ায় মরে গেছে। বরাদ্দকৃত ৯২টি পানির ট্যাংকের মধ্যে মাত্র ১২টি দেওয়া হয়েছে, প্রক্রিয়াকরণ মেশিনও কোথাও পাওয়া যায়নি।
স্থানীয় কৃষক মংক্য মারমা বলেন,মাত্র ৩টি চারা বেঁচে আছে, বাকিগুলো মারা গেছে। প্রকল্প আমাদের উন্নয়নের জন্য নয়, দুর্নীতিবাজদের ভাগ্যের জন্য নেওয়া হয়েছে।
আরেক কৃষক মুইক্য চিং মারমা বলেন,চারাগুলো অসময়ে দেওয়ায় বাঁচাতে পারিনি। বর্ষা শেষ হয়ে গেছে, পানি ব্যবস্থাও নেই।
রোয়াংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মেহ্লা অং মারমা জানান, তার এলাকায় প্রকল্পের দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। তিনি বলেন,কোথায় কী হচ্ছে, কেউ জানায় না। তদন্ত হওয়া উচিত।
প্রকল্পের মাঠকর্মী অংথুই চিং মারমা স্বীকার করেছেন, বরাদ্দকৃত ৯২টি পানির ট্যাংকের মধ্যে শুধু ১২টি দেওয়া হয়েছে এবং সেগুলো রাস্তার পাশে রাখা হয়েছে। তার ভাষায়,প্রকল্পে কিছু অনিয়ম হয়েছে, তবে সব বিতরণ কমিটির মাধ্যমে করা হয়েছে।
অন্যদিকে প্রকল্প পরিচালক মো. জসিম উদ্দিন অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন,কিছু ত্রুটি হয়েছে, সময়মতো সব দেওয়া সম্ভব হয়নি। কিছু টাকা ফেরত পাঠানো হয়েছে। তবে প্রকল্পে দুর্নীতি হয়নি।