গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে আজ বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর ও উলপুর এলাকায়।
গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন— “জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি নিশ্চিত করতে আমি নির্ধারিত এলাকায় যাচ্ছিলাম। পথে গান্ধিয়াশুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থকদের একটি দল আমার সরকারি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এটি অত্যন্ত নিন্দনীয় ও প্রশাসনের ওপর সরাসরি আঘাত।”
ঘটনার আরেকটি অংশে, উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন— “ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা পদযাত্রা বানচাল করতে আমাদের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ও ভাঙচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।”
এনসিপি চলতি মাসের ১ তারিখ থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে একটি মাসব্যাপী কর্মসূচি চালিয়ে আসছে। আজ ছিল গোপালগঞ্জ শহরে কেন্দ্রীয় পদযাত্রার দিন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এ কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে মাঠপর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন।
দলীয় সূত্রে জানা গেছে, আজকের পদযাত্রায় হাজারো কর্মী জড়ো হয়েছিল, তবে সংঘর্ষ ও হামলার কারণে কর্মসূচি ব্যাহত হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা মামলা হয়নি বলে জানা গেছে। তবে প্রশাসন বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৭ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষের ঘটনায় কারফিউ চলছে। এর মধ্যে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।বুধবার রাতে তাদের আটকের পর গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।এদিক...
১৭ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৭ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষের ঘটনায় কারফিউ চলছে। এর মধ্যে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।বুধবার রাতে তাদের আটকের পর গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ...