চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ নির্দেশ দিয়েছেন, পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলেই আত্মরক্ষার্থে গুলি চালাতে হবে। মঙ্গলবার রাতে ওয়্যারলেস বার্তায় তিনি সিএমপির সব পুলিশ সদস্যকে এ নির্দেশ দেন।
এ নির্দেশের পেছনে রয়েছে সোমবার (৭ আগস্ট) রাতে নগরীর বন্দর থানাধীন ঈশান মিস্ত্রি হাট এলাকায় দায়িত্বরত অবস্থায় আওয়ামী লীগের মিছিলে হামলার ঘটনা। ওই ঘটনায় বন্দর থানার এসআই আবু সাঈদ রানা কুপিয়ে গুরুতর আহত হন এবং বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওয়্যারলেস বার্তায় কমিশনার বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে যেসব অস্ত্রের অনুমতি ছিল, সেই অস্ত্র ও গোলাবারুদ নিয়ে থানার মোবাইল পার্টি, পেট্রোল পার্টি ও ডিবি টিমগুলো ডিউটিতে বের হবে। আগ্নেয়াস্ত্র ছাড়া কোনো টহল দল মাঠে নামবে না। তিনি স্পষ্ট করে বলেন, “পুলিশ টহল দলের সামনে কেউ অস্ত্র বের করলেই গুলি করা হবে—সেটা আগ্নেয়াস্ত্র হোক বা ধারালো অস্ত্র। আক্রমণ হওয়ার আগেই, অস্ত্র বের করার মুহূর্তেই গুলি করতে হবে—মাথায়, বুকে বা পিঠে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, শুধু রাবার বুলেটে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এসআই রানার ওপর হামলার ঘটনায় এক ইঞ্চি এদিক-সেদিক হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। তাই আত্মরক্ষার অধিকার অনুযায়ী (দণ্ডবিধির ৯৬-১০৬ ধারা) পুলিশকে আক্রমণ ঠেকাতে সরাসরি গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, হামলার সময় এসআই রানার সঙ্গে থাকা দুই কনস্টেবল শটগান বহন করলেও তা ব্যবহার করেননি। অনেক সময় আক্রমণের শিকার হলেও পুলিশ সদস্যরা গুলি চালাতে দ্বিধা করেন, কারণ গুলিতে কারও মৃত্যু হলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়।
সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এডিসি মাহমুদা বেগম গণমাধ্যমকে বলেন, “দুষ্কৃতিকারীরা অস্ত্র বের করলে প্রাধিকার অনুযায়ী আত্মরক্ষার্থে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন কমিশনার স্যার।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৪ আগস্ট, ২০২৫
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী একটি গুরুত্বপূর্ণ এলাকা। এতে ইসলামের জন্য উর্বর ময়দান তৈরী করতে হবে যুবকদের। আজকের ইসলামি আন্দোলনে এসে আমরা সংখ্যায় এখন কোনভাবেই কম নয়। তবে আল্লাহর উপর ভরসা করে সমাজের দায়বদ্ধতার প্রতি সদয় হয়ে আমাদের কাজ করতে হবে...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী একটি গুরুত্বপূর্ণ এলাকা। এতে ইসলামের জন্য উর্বর ময়দান তৈরী করতে হবে যুবকদের। আজকের ইসলামি আন্দোলনে এসে আমরা সংখ্...