স্বৈরাচারের দোসরেরা বিভ্রান্ত বয়ান তৈরি করছে, এদেরকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পেশাজীবী থানার নেতৃবৃন্দের সাথে আন্দোলন ও নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, "জুলাই আন্দোলন ছিলো ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ। দু'সহস্রাধিক শাহাদাতসহ সীমাহীন নির্যাতন নিপীড়নের সিঁড়ি বেয়ে অর্জিত নতুন বাংলাদেশ গঠনে ৩৬ জুলাই চেতনায় বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কিন্তু পতিত স্বৈরাচারের দোসর ও সুবিধাভোগীরা এখন জুলাই বুদ্ধিজীবী সেজেছে এবং বিভ্রান্ত বয়ান তৈরি করেই চলেছে। পেশাজীবী নেতৃবৃন্দকে এদের ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, "একাত্তরের চেতনার নামে বিভ্রান্তি তৈরি করে ফ্যাসিবাদ পুনর্বাসনের সকল অপতৎপরতা নস্যাৎ করে দিতে হবে। মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে 'সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার' প্রতিষ্ঠার বিপরীতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা ছিলো মুক্তিযুদ্ধকে অবমাননার শামিল। বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ কায়েম হলেই জুলাই বিপ্লবের টার্গেট এবং মুক্তিযুদ্ধের চেতনার যথাযথ প্রতিফলন হবে। ইসলামী নীতিমালার আলোকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব। স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণ এবং বাংলাদেশ ও জনগণের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বুদ্ধি ভিত্তিক শঠতা পরিহার করতে হবে, ভয় ও লোভের ঊর্ধ্বে উঠেই সঠিক কথা বলার সৎসাহস রাখতে হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফুর রহমান, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, সেলিম জামান, আ ম ম মসরুর হোসাইনসহ প্রমুখ।
সিটিজিপোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে 'স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন' নামে প্যানেল ঘোষণা করেছে বাগছাসের সাবেক নেতারা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় চাকসু ভবনের সামনে প্যানেল ঘোষণা করেন তারা। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের হয়ে চাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন মাহফুজুর রহমান, জি...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে 'স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন' নামে প্যানেল ঘোষণা করেছে বাগছাসের সাবেক নেতারা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় চাকসু ভবনের সামনে প্যানেল ঘোষণা করেন তারা। স্বতন্ত্র শিক্ষার্থী...