চট্টগ্রাম নগরীতে বাকলিয়া থানার অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির এক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৭ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১০টা ১৫ মিনিটে, এসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট এলাকার ব্রিজের উপর অভিযান চালান। অভিযানে মোহাম্মদ জিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক জিয়ার পিতা মৃত মোহাম্মদ, মাতা মৃত সোফিয়া খাতুন, স্ত্রী রোকসানা বেগম; গ্রামের বাড়ি ছাইনিয়াপাড়া, ২ নং ওয়ার্ড, আব্দুল ফকিরের বাড়ি, পুমারা ইউনিয়ন পরিষদ, থানা রাঙ্গুনিয়া, জেলা চট্টগ্রাম। বর্তমানে তিনি বড়বিল ৭নং ওয়ার্ড, সিরাজ মাঝির বাড়িতে বসবাস করছেন।
অভিযানে তার হেফাজত থেকে ২৮১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
ঘটনার পর এসআই মোবারক হোসেন বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা (নং-২১, তারিখ-১৮/১০/২০২৫ খ্রিঃ) দায়ের করেন। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) ধারা অনুযায়ী ১০(খ) ধারায় রুজু করা হয়েছে।
সিটিজিপোস্ট/ এসএইচএস

.jpg&w=3840&q=75)

.png&w=3840&q=75)
.png&w=3840&q=75)