চট্টগ্রামের পটিয়ায় টাকা চুরির অপবাদ দিয়ে এক শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুর নাম মো. সোহান (৭)। সে পটিয়া পৌরসদরের শাহ মজিদিয়া রশিদিয়া হেফজখানা ও এতিমখানা মাদ্রাসার নাযেরা বিভাগের ছাত্র। সোহানের বাড়ি বোয়ালখালী উপজেলার পোপাদিয়া এলাকায়। তার বাবা মো. হেনাম উদ্দিন। শিশুটি মামার বাড়িতেই বড় হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট রাত ৯টার দিকে মাত্র ২০ টাকা চুরির অভিযোগে মাদ্রাসার এক শিক্ষক সোহানকে শাস্তি দিতে নির্দেশ দেন। ওই শিক্ষকের আদেশে সহপাঠীরা জোর করে সোহানের হাত গরম পানিতে ডুবিয়ে রাখে। এ সময় কান্নাকাটি করলেও কেউ কর্ণপাত করেনি। পরে শিক্ষক জাবেদ তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পাঠিয়ে দেন।
শিশুর মামা শওকত আকবর অভিযোগ করে বলেন, “আমার ভাগ্নের উপর নির্যাতনের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো আমাদের হুমকি দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ভাগ্নের অবস্থা আশঙ্কাজনক। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।"
অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ ইসহাক বলেন, “ছেলেটি অসতর্কতাবশত গরম পানিতে হাত চুবিয়েছে। একটি মহল অসৎ উদ্দেশ্যে মাদ্রাসা কর্তৃপক্ষকে ফাঁসানোর চেষ্টা করছে।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বারশত গ্রামে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি বাজার মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়। এতে অংশ নেন বারশত ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের সচেতন নাগরিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, ম...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বারশত গ্রামে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি বাজার মোড়ে এসে মানববন্ধনে মি...