কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে আবারও সংঘবদ্ধ ডাকাতদের খপ্পরে পড়েছে দুই মোটরসাইকেল আরোহী। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হিমছড়ির ঢালায় মোটরসাইকেলে যাতায়াতরত দুই আরোহী অপহরণের শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগড় থেকে মোটরসাইকেলযোগে ঈদগাঁও আসছিলেন দুই আরোহী। হিমছড়ির ঢালায় পৌঁছালে সংঘবদ্ধ ডাকাতদল তাদের গতিরোধ করে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
পরে জানা যায়, অপহৃতরা হলেন ঈদগড় পূর্ব রাজঘাট ৪ নম্বর ওয়ার্ডের মোক্তার আহমদ (৩০) এবং ঈদগড় চরপাড়া ৩ নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিন (২৬)। অপহরণের পর তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
এ বিষয়ে ঈদগাঁও থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, আমিও যাচ্ছি। ভুক্তভোগীদের উদ্ধারে ও ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে।”
সিজিপোস্ট/জাউ
২২ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজারের ভালুকিয়া পালং গ্রামে প্রশাসনের যৌথ অভিযানে ৩৯০ বস্তা নন-ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় ডিলার মোহাম্মদ আলীর পুত্র জাহেদুল আলম এর বিরুদ্ধে ১৯৭৪ সালের ২৫(বি) বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযান চলাকালীন সময় ডিলারের কাছে অনিয়ম ও সরকারি বিধিনিষেধ লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে প্...
২২ সেপ্টেম্বর, ২০২৫
২২ সেপ্টেম্বর, ২০২৫
২২ সেপ্টেম্বর, ২০২৫
২১ সেপ্টেম্বর, ২০২৫
২১ সেপ্টেম্বর, ২০২৫
২২ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজারের ভালুকিয়া পালং গ্রামে প্রশাসনের যৌথ অভিযানে ৩৯০ বস্তা নন-ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় ডিলার মোহাম্মদ আলীর পুত্র জাহেদুল আলম এর বিরুদ্ধে ১৯৭৪ সালের ২৫(বি) বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিয...