চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তানিয়ার বিরুদ্ধে ৮০ লাখ টাকা আত্মসাৎ এবং চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এই অভিযোগ ঘিরে এক ঘনচাপা উত্তেজনা তৈরি হয়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নগরীর এক ক্যাফেতে আর্থিক লেনদেন নিয়ে তানিয়া ও আরও দুজন ব্যক্তি তীব্র বাকবিতণ্ডায় জড়ান। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “ও তো আপনারে টাকা দিছে কোনো প্রমাণ ছাড়া। এখন টাকাটা নেওয়ার জন্য ও আমার কাছে একটা প্রমাণ রাখলে সমস্যা আছে?” এর উত্তরে তানিয়াকে বলতে শোনা যায়, “আমি তো বলেছি ১ তারিখে…”
আন্দোলনের সাথে সম্পৃক্ত একাধিক সূত্র দাবি করেছে, এই ভিডিও কেবল একটি তুচ্ছ ঘটনা নয় বরং একটি বড় ধরণের প্রতারণার প্রমাণ।
তাদের অভিযোগ, এক ব্যবসায়ীকে টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তানিয়া তার কাছ থেকে ৮০ লাখ টাকা নিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ না করে সেই টাকা আর ফেরত দেননি তিনি।
তানিয়ার বিরুদ্ধে উঠা এই গুরুতর অভিযোগের সাথে সাথে আন্দোলনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
আন্দোলন সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, ছাত্র আন্দোলনের পর থেকেই তানিয়ার জীবনযাত্রায় হঠাৎ করে একটি বিলাসবহুল পরিবর্তন এসেছে, যা তার প্রকৃত আয়ের সাথে একেবারেই বেমানান।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের বাসিন্দা তানিয়া বর্তমানে হালিশহর এলাকায় বসবাস করেন। তার বিরুদ্ধে এই বিতর্কমূলক অভিযোগ ওঠার পর থেকে আন্দোলনের সার্বিক গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
এসব অভিযোগ সম্পর্কে তানিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে এবিষয়ে সত্যতা জানতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আরেক সমন্বয়ক আরিফ মইনুদ্দীেনর সাথে কথা হলে তিনি সিটিজি পোস্টকে বলেন, তানিয়া আসলেই এমন কিছু করেছে কিনা তা এখনো অনিশ্চিত। কারণ কোন ভুক্তভোগী এখনো অভিযোগ করেনি। যদি অসলেই অভিযোগ প্রমাণিত হয় তবে প্রশাসনের সহায়তায় অবশ্যবই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে কেউ যদি প্রতারণায় লিপ্ত হন, তবে তা ক্ষমার অযোগ্য অপরাধ।
সিটিজি পোস্ট/এইচএস
১ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলনে পেশাজীবী শ্রেণির, বিশেষ করে চিকিৎসকদের অবদান সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সবসময় অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার সংগ্রামে ড্যাব শুধু একটি চিকিৎসক সংগঠন নয়, বর...
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলনে পেশাজীবী শ্রেণির, বিশেষ করে চিকিৎসকদের অবদান সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সবসময় অন্যায়ের বিরুদ্ধ...