মব ভায়োলেন্স বা গণপিটুনির মত ঘটনাকে ‘কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়’ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এসব বন্ধ করতে হলে জনগণকে সরব হতে হবে। তিনি বলেন, “যখন জনগণ সরব হবে, তখনই মব ভায়োলেন্স বন্ধ হবে।”
সোমবার দুপুরে কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে রোহিঙ্গা ক্যাম্পসহ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
“যদি কেউ মব তৈরি করতে চায়, তাহলে জনগণ যেন তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়,” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। প্রতিটি নাগরিকের উচিত আইন মেনে চলা এবং সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখা।”
চাঁদাবাজি ইস্যুতে তিনি জানান, “সরকার চাঁদাবাজদের কোনোভাবেই ছাড় দেবে না। সে যতই প্রভাবশালী হোক না কেন, একমাত্র পরিচয় হবে—সে একজন চাঁদাবাজ।”
মাদকের বিষয়ে তিনি বলেন, “মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। এর বড় একটা অংশ কক্সবাজার সীমান্ত দিয়ে প্রবেশ করছে। এই অবস্থায় শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সাংবাদিকরাও ভূমিকা রাখতে পারেন।”
তিনি জানান, মাদক চক্রের মূলহোতা বা গডফাদারদের আগে যেভাবে ছাড় দেওয়া হতো, এখন থেকে তেমন সুযোগ আর থাকবে না। “এবার আর কেউ ছাড় পাবে না—এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে,” বলেন তিনি।
সিটিজিপোস্ট/আরকে
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...