কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে দেড় লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বালুখালী ও পালংখালী বিওপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় নৌকাযোগে মিয়ানমার থেকে আসা কয়েকজন মাদককারবারীকে ধাওয়া করলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ১৫টি কাটে মোড়ানো মোট ১,৫০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “অভিযানে পালিয়ে যাওয়া মাদককারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের পদক্ষেপ দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজিবির তথ্য অনুযায়ী, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদকদমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। স্থানীয় জনগণও বিজিবির এই অভিযানকে স্বাগত জানিয়েছেন।