চট্টগ্রামের পটিয়া উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব, এবং সঞ্চালনা করেন উপজেলা রোগ নিয়ন্ত্রণ শাখার মেডিকেল অফিসার ডা. শুভ্র দেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোমা চৌধুরী, পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা আইসিটি অফিসার মৃন্ময় দাশ, পটিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আবু তাহের নদভী, এবং কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন।
এছাড়া সভায় স্থানীয় সাংবাদিক এটিএম তোহা, নুর হোসেন, আবদুর রাজ্জাক, কাউছার আলম, মোরশেদ আলম ও ওসমান গনিসহ স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্দেশ্য, লক্ষ্য ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—প্রথম ১০ দিন বিদ্যালয় পর্যায়ে টিকাদান ক্যাম্প পরিচালনা করা হবে। পরবর্তী ৮ দিন স্কুলবহির্ভূত শিশুদের কেন্দ্রে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় অংশীজনদের সমন্বয়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। ক্যাম্পেইন সফল করতে জনসচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এই রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব। তাই প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে মাঠপর্যায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।
সিটিজিপোস্ট/জাউ
২২ অক্টোবর, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন বিএনপি। বুধবার (২২ অক্টোবর) বিকালে উপজেলার বরুমচড়া ইউনিয়নে চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের নির্দেশে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় ইউনিয়নের হাট-বাজার, দ...
২২ অক্টোবর, ২০২৫
২১ অক্টোবর, ২০২৫
২১ অক্টোবর, ২০২৫
২০ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন বিএনপি। বুধবার (২২ অক্টোবর) বিকালে উপজেলার বরুমচড়া ইউনিয়নে চট্টগ্রাম-১৩ আস...